বিপ্লব হোসেন,ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছায়া আদালত (মুট কোর্ট) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) মীর মোশাররফ হোসেন ভবনের বিভাগীয় কক্ষে এ মুট কোর্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ আলী। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ এবং সিনিয়র অ্যাডভোকেট আবু তালেব। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সাহিদা আখতার ও বিভাগের অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ আলী বলেন, “আইন একটি রসকষহীন বিষয় হলেও এর মাধ্যমে মানুষের সেবা করা যায়। বিশ্ববিদ্যালয়ে থিওরি শেখা হলেও প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জনের সুযোগ কম থাকে। এ ধরনের মুট কোর্ট শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা রাখে। আইন পেশায় সফল হতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই।”
সহকারী অধ্যাপক সাহিদা আখতার বলেন, “আপনারা সবাই বিচারক হওয়ার স্বপ্ন নিয়ে এসেছেন। সেই স্বপ্ন বাস্তবায়ন কঠিন হলেও অসম্ভব নয়। আমাদের গর্বের বিষয় হলো, এই বিভাগ থেকে ইতোমধ্যে দুইজন শিক্ষার্থী বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। তাদের সাফল্য আপনাদের জন্য অনুপ্রেরণা।”
সভাপতির বক্তব্যে মেহেদী হাসান বলেন, “মুট কোর্ট শিক্ষার্থীদের প্রায়োগিক জ্ঞান বৃদ্ধিতে সহায়ক। বিভাগের শুরুতে সীমাবদ্ধতা থাকলেও এখন অনেকটাই উন্নতি হয়েছে। আমাদের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন আদালতে কর্মরত রয়েছেন, অনেকেই সহকারী জজ হিসেবে উত্তীর্ণ হয়েছেন।”
উল্লেখ্য, বিভাগের পাঠ্যসূচির অংশ হিসেবে চতুর্থ বর্ষে ‘ইন্টার্নশিপ ও মুট কোর্ট অনুশীলন’ অন্তর্ভুক্ত রয়েছে। যেখানে শিক্ষার্থীরা বাস্তব আদালতে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি কাল্পনিক মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে বিচার প্রক্রিয়ায় দক্ষতা অর্জন করে।