দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বাজারে ব্যবসায়ী মালিক সমিতির কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং একটি নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।

নব গঠিত আহবায়ক কমিটির সদস্যরা হলেন- আহবায়ক এম. আলমগীর, যুগ্ম-আহবায়ক মো. আসাদুজ্জামান এরশাদ, যুগ্ম আহায়ক চরণ কান্তি নাগ, যুগ্ম-আহবায়ক ফয়সাল আহমেদ বাপ্পি ও সদস্য সচিব মো. সেলিম রেজা।

সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি হাজী জহিরুল ইসলাম মোস্তফা ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. শাহরাজ মিয়া।

এ সময় কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ জানান, ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় ও সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সকল কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version