বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ‘সি’ ইউনিটের (ব্যবসায় শাখা) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ১৩১০ জন পরীক্ষার্থীর আসন বিন্যাসে উপস্থিত ছিলেন ১২৬০ শিক্ষার্থী যা মোট উপস্থিতির ৯৬.১৮% শতাংশ। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা যায়, এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এর মধ্যে রয়েছেন আনসার, পুলিশ, র্যাব, ট্রাফিক, জেলা রেজিস্ট্রার ও গোয়েন্দা সংস্থা। এছাড়া ক্যাম্পাসের পকেট গেটগুলোতে ছিল পুলিশ পাহারা। ভর্তিচ্ছুদের সহযোগিতায় ছিল বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের হেল্প ডেস্ক, ভ্রাম্যমাণ আদালত, রোভার স্কাউট ও বিএনসিসি।
পরীক্ষা শুরুর পর উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরীক্ষা কক্ষ পরিদর্শন শেষে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীরা খুব ভালো পরিবেশে, ভালোভাবেই পরীক্ষা দিচ্ছে। কোথাও কোনো অসংগতি দেখতে পাইনি। শিক্ষার্থীদের উপস্থিতিও সন্তোষজনক। প্রত্যেক রুমে পর্যাপ্ত পরীক্ষক আছেন। সুশৃঙ্খলভাবে আশা করি পরীক্ষা সম্পন্ন হবে।’
এর আগে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের নেতৃত্বে ক্যাম্পাসের প্রধান ফটকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের হেল্প ডেস্ক পরিদর্শন করেন। এসময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রফী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার, লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ল ড. আকতার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান উপস্থিত ছিলেন।