হলি সিয়াম শ্রাবণ: দৈনিক কালের কন্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু’র মুক্তি ও তথ্য চাওয়ায় সাংবাদিককে কারাদণ্ড দেয়ার ঘটনায় তালা ইউএনও’র শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (২৩ এপ্রিল/২৫) মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর উপজেলা ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা।
সঞ্চালন করেন গৌরীপুর মফস্বল সাংবাদিক ফোরামের সহসভাপতি মো. রইছ উদ্দিন।
বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, দৈনিক কালের কন্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি আলম ফরাজী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহিন, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গৌরীপুর শাখার সহসভাপতি আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, হলি সিয়াম শ্রাবণ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, অর্থ সম্পাদক শামীম আলভী (মানবজমিন), বিএমএসএফ গৌরীপুরের কার্য্যনির্বাহী সদস্য মো. কামাল উদ্দিন, মাহফুজুর রহমান, শামীম আনোয়ার, আশিকুর রহমান রাজিব, সাংবাদিক ঐক্য ফোরামের সুপক রঞ্জন উকিল, মতিউর রহমান খান, আবুল কালাম আজাদ, আশিকুর রহমান, জনি হামিদ প্রমুখ।
এছাড়াও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, দৈনিক যুগান্তরের তাড়াইল প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তির দাবি জানান।
টিএমবি/এইচ