নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভারতীয় রুপিসহ মো. ময়নাল (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
আটক মো. ময়নাল উপজেলার খারনৈ ইউনিয়নের হাটগোবিন্দপুর গ্রামের গাজীউর রহমানের ছেলে।
বুধবার (২৩ এপ্রিল) বিজিবির বরুয়াকোনা সীমান্ত বিওপি’র (বর্ডার অবজারবেশন পোস্ট) নায়েক মো. শহিদুল ইসলাম বাদি হয়ে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেন। এরআগে গত মঙ্গলবার রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা জিবিসি স্কুলসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টহলরত অবস্থায় ১১৮১ নম্বর মেইন পিলার থেকে প্রায় দুই হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ময়নালকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে আট হাজার ৭৩০ ভারতীয় রূপি ও ১২ কেজি ভারতীয় চিনি এবং একটি মোবাইল সেট ও একটি কালো রঙের বাইসাইকেল জব্দ করে বিজিবি’র সদস্যরা।
বিজিবির বরুয়াকোনা বিওপির নায়েক শহিদুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জব্দকৃত মালামালসহ ময়নালকে থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় ভারতীয় পণ্য পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে বলেও জানান সংশ্লিষ্ট এই কর্মকর্তারা।
এ বিষয়ে কলমাকান্দা ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, বিজিবির দায়ের করা মামলায় ময়নালকে গ্রেফতার দেখিয়ে আজ (বুধবার) আদালতে পাঠানো হয়েছে।