বিপ্লব হোসেন,ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখা। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের কোরিডোরে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মো.শহিদুল ইসলাম, ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান ও সেক্রেটারি ইউসুব আলীসহ সংগঠনটির অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ইবি সাংবাদিক সমিতির সভাপতি তাজমুল হক জায়িম, সাধারণ সম্পাদক রাকিব রিফাত ও ইবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলামসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের, সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ইসলামী ছাত্রশিবির একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন। কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্য বাস্তবায়নের রাজনীতি ক্যাম্পাসে শিবির করবে না এর আগেও করে নি, আমরা কখনো কোনো রাজনৈতিক দলের নেতার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করে পোস্টারিং করি নাই, এটা আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথেও যায় না। তবে যারা ইসলামিক আদর্শ লালন করে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় আমরা তাদের সহায়তা করি। ছাত্র রাজনীতি হবে ছাত্র বান্ধব ও ছাত্র কল্যাণমুলক। আমাদের কার্যক্রম গুলো ছাত্রদের জন্য সবসময় ইউনিক ছিল।
এ সময় তিনি আরো বলেন,বাংলাদেশে সাংবাদিকদের জন্য নির্ধারিত কোনো ফান্ড নাই, তাদের নিরাপত্তার কোনো বিধান নাই, অন্যান্য পেশায় যারা আছে তাদের যেসকল সুবিধা দেওয়া হচ্ছে, এই কমিউনিটিকে সেরকম সুবিধা দেওয়া হচ্ছে না। আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান জানাই সাংবাদিকদের উপযুক্ত সুযোগ সুবিধা নিশ্চিত করার।
তিনি দাবি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান ছাত্র সংসদের নীতিমালা প্রণয়ন করে, ছাত্রদের প্রতিনিধি নির্বাচিত করে ছাত্র সংসদ গঠন করেন। এর মাধ্যমে দেশকে জাতীয়ভাবে নেতৃত্ব দেওয়ার মতো তরুণ নেতা পাওয়া সম্ভব।