নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ভারতীয় সদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১০ বোতল মদ জব্দ করা হয়। এরআগেও সাত বোতল ভারতীয় মদসহ ফারজানা খাতুন ঝুমা (২১) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছিল।
আটককৃত দুই মাদক কারবারি হলেন- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ফেছিয়া পাথারিয়া গ্রামের হযরত আলী ছেলে ইমন মিয়া ওরফে হাসান (২০) ও এই এলাকার আব্দুল হাকিমের ছেলে নাজমুল মিয়া (৩২)।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিম মহাসড়কের পূর্বধলার গোজাখালী কান্দা বাজার থেকে এই দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
জানা যায়, নিয়মিত চেক পোস্ট পরিচালনাকালে উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শাজাহান কবিরসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের গোজাখালী কান্দা বাজারে সন্দেহজনক একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটো রিকশা থামায়। পরে তল্লাশী করে ১০ বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করে। যার বাজার মূল্যে আনুমানিক ২০ হাজার টাকা।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল ইসলাম বলেন, আটককৃত দুজন দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দুর্গাপুর সীমান্ত এলাকা হতে ভারতীয় মদ অবৈধ পন্থায় সংগ্রহ করে। পরে এসব মাদক দেশের বিভিন্ন জায়গায় কেনাবেচা করে আসছিলো। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আজ (দুপুরের) দিকে জেলা আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (১৬ এপ্রিল) একই স্থানে সিএনজি চালিত অটোরিকশা তল্লাশী করে সাত বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি ফারজানা খাতুন ঝুমা নামে এক তরুণীকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই তরুণী নেত্রকোনা দুর্গাপুর উপজেলার কেরনখলা গ্রামের রজব আলী মেয়ে। পরে মাদক মামলায় তাকে জেলা আদালতে প্রেরণ করা হয়।