নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা কেন্দুয়া উপজেলায় কীটনাশক পানে মো. শুভ মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত শুভ উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামের বাসিন্দা ও মৃত শাহাজাহান মিয়ার ছেলে।
বুধবার (১৬ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে শুভ নিজ জমিতে কীটনাশক ছিটানোর সময় বিষপান করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা, কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুমসহ পুলিশের একটি দল হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাসপাতালে উপস্থিত শুভ মিয়ার চাচা বলেন, শুভর বিষপান করার সঠিক কারণ তারা নিশ্চিত না হলেও পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিলো বলে জানান।
এ বিষয়ে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুম বলেন, “নিহতের বোনের ভাষ্যমতে, শুভর মানসিক কিছু সমস্যা ছিলো এবং পরিবারের কারো প্রতি কোনো অভিযোগ নেই। তবে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি।”
শুভ মিয়ার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, প্রতিবেশী ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।েনেত বিষপানে যুবকের আত্মহত্যা: এলাকায় শোকের ছায়া
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিষপানে আত্মহত্যা করেছেন মো. শুভ মিয়া (২০) নামে এক যুবক। তিনি উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামের বাসিন্দা ও মৃত শাহাজাহান মিয়ার পুত্র।
বুধবার (১৬ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে শুভ নিজ জমিতে কীটনাশক ছিটানোর সময় বিষ পান করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা, কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুমসহ পুলিশের একটি দল হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাসপাতালে উপস্থিত শুভ মিয়ার চাচা জানান, শুভর বিষপান করার সঠিক কারণ তারা নিশ্চিত না হলেও পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিলো।
এ বিষয়ে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুম বলেন, “নিহতের বোনের ভাষ্যমতে, শুভর মানসিক কিছু সমস্যা ছিলো এবং পরিবারের কারো প্রতি কোনো অভিযোগ নেই। গুরুত্বসহকারে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।