চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার ২০২৫-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটির ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম সভাপতি ও অ্যাড. দেলওয়ার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ শনিবার ১২ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখে ঢাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির অফিসে সমিতির অ্যাডহক কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির যৌথ সভায় এ ফলাফল ঘোষণা করা হয়। অ্যাডহক কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মো. মশিউর রহমান ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. খায়রুল আনাম ফলাফল ঘোষণা করেন এবং নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করেন।
এছাড়া নির্বাহী কমিটির সহসভাপতি ফিরোজ আহম্মেদ ও ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক ফুরকান হাবিব, কোষাধ্যক্ষ মো. ইসমাইল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ সারিউল ইসলাম রাজু(সদর), মেজর (অবঃ) মোঃ আমিরুল ইসলাম (শিবগঞ্জ), মোহাঃ আবুল কালাম আজাদ (ভোলাহাট), মোঃ মশিদুল হক (নাচোল) ও মোঃ কামরুল হাসান (গোমস্তাপুর), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউল হক সবুজ, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌ. শামিম আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মোসা. রেবেকা সুলতানা ও দপ্তর সম্পাদক জনাব সৈয়দ নাজমুল ইসলাম (মানিক) নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- মোঃ আবুল কালাম আজাদ, মোঃ দুরুল হুদা, আব্দুল কাদের, আনোয়ারুল শোয়েব, মোঃ শফিকুল ইসলাম, সারিউল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মইফুল ইসলাম, মোহাম্মদ আশফাকুল আশেকীন, মো. মাহ্ফুজ আলম, আনোয়ারুল ইসলাম (মাসুম) ও এ্যাড. ইব্রাহিম খলিল।
ঢাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাড. দেলওয়ার হোসেন বলেন, সংগঠনের কার্যক্রমে গতি ও স্বচ্ছতা আনার জন্য নিয়মিত সভা ও অগ্রগতি রিপোর্ট প্রকাশ সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ঢাকায় বসবাসরত চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য একটি অনলাইন ডাটাবেজ তৈরি করা হবে। ছাত্র ও চাকরিপ্রার্থীদের সহায়তা করা হবে । চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নমূলক সমস্যা ও সম্ভাবনার ওপর নিয়মিত সেমিনার ও আলোচনার আয়োজন প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে পদক্ষেপ গ্রহণ করার প্রত্যাশা ব্যক্ত করেন।