রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় জৈনা বাজার এলাকার একটি বহুতল ভাড়া বাসার দ্বিতীয় তলা থেকে ১২ এপ্রিল (শনিবার) রাত সাড়ে ১১টায় তানজিলা (২৬) নামের এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে তানজিলা লিখেছেন, আমি নিজের ইচ্ছায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছি। এর জন্য আমার পরিবার কিংবা বাড়িওয়ালা কোনো ভাবেই দায়ী নয়।
কারণ, আমি এমন একজনকে ভালোবাসি যাকে কিছু বলতে ও পারি না, কিছু করতে ও পারি না। চিন্তা করে দেখলাম, আমার বাঁচার অধিকার নেই। তাই মৃত্যুকে জয় করে চলে গেলাম। ইতি – তানজিলা। ভালো থেকো তুমি, তোমার মহারানী তানিয়াকে নিয়ে। নিহত তানজিলা (২৬) শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের শরাফত আলীর মেয়ে। তিনি পাশের জৈনা বাজার এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।
বাড়ির মালিক জানিয়েছেন, মাঝে মাঝে একটি ছেলে স্বামী পরিচয়ে বাসায় আসতেন। তবে তানজিলার পরিবারের দাবি, তার কোনো স্বামী ছিল না। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, খবর পেয়ে লক ভেঙে পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।