রুহুল আমিন, ডিমলা (নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলায় কৃষি বিভাগের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।”
রবিবার (১৩ এপ্রিল) বিকেল তিনটার পর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এক সুধী সমাবেশে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না। তিনি বলেন, “সরকারি এই প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমাতে সহায়তা করবে এবং পাটচাষে কৃষকদের উৎসাহিত করবে।”
এই প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি উন্নত জাতের পাটবীজ, ৫ কেজি এমওপি সার এবং ৫ কেজি ডিএপি সার সরবরাহ করা হয়।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার শামীমা ইয়াসমিন। এছাড়া সকল উপসহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষি বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এই প্রণোদনা কর্মসূচি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত হয়।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী কৃষক-কৃষাণীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে সরকারের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। তারা বলেন, “এই ধরনের সহায়তা আমাদের জন্য অত্যন্ত উপকারি। এতে চাষে আগ্রহ বাড়ে এবং উৎপাদন খরচ হ্রাস পায়।”
কৃষি বিভাগের এমন সময়োপযোগী ও কৃষকবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সরকারের কৃষি উন্নয়ন পরিকল্পনার সফল বাস্তবায়নে স্থানীয় কৃষি বিভাগের এমন নিরলস প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা সকলের।”