দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

এ কে এম রেজাউল করিম, বিশেষ সংবাদদাতা।।

ফিলিস্তিনে চলমান ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রেক্ষিতে বাংলাদেশের জনগণ সরাসরি সরকারের হস্তক্ষেপ কামনা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১ নম্বর সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ।

গতকাল শনিবার (১২ এপ্রিল) সকাল ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।

আবু নাসের বলেন, “ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস হামলার প্রেক্ষাপটে নিরব থাকা মানে মানবতার প্রতি অবমাননা। বিএনপি সংঘাত নয়, শান্তিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল—এবং আমরা সবসময় নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে আছি।”

তিনি আরও বলেন, “আজকে সময় এসেছে, বিশ্বব্যাপী মানবিক কণ্ঠস্বর ঐক্যবদ্ধ করার। রাফা ও গাজায় চলমান গণহত্যা বন্ধে বাংলাদেশ সরকারকেও দৃশ্যমান ও কার্যকর হস্তক্ষেপ করতে হবে—এই দাবিই এখন দেশবাসীর।”

মানববন্ধনে বক্তারা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত বিএনপির নেতাকর্মীরা সর্বদা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে। ফিলিস্তিনিদের মাতৃভূমির অধিকার প্রতিষ্ঠার দাবিতেও বিএনপি অনড়।

বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মাসুদ হোসেন, জাহিদুর রহমান রিপন, স্বাধীনতা ফোরামের নগর সদস্য সচিব নাজমুস সাকিব, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুর ইসলাম উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, নগর স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, দাইয়ান ইশতি, ইলিয়াস আহমেদ প্রমুখ।

বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন ফিলিস্তিনের নিরস্ত্র মানুষের ওপর চলমান এই পৈশাচিক হামলার দ্রুত অবসান ঘটিয়ে মানবতার পক্ষে একটি সমাধান নিশ্চিত করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version