আটপাড়া -নেত্রকোনা প্রতিনিধি
এবার নেত্রকোনার আটপাড়ায় এস এস সি /সমমান পরিক্ষায় অংশগ্রহণ করছে ১৭০১ জন শিক্ষার্থী। উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সূত্রে জানা যায়, এবার উপজেলায় মোট ৫ পাঁচটি কেন্দ্রে একহাজার সাতশত এক জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করছে। ১০ই এপ্রিল বৃহস্হপতিবার থেকে সারা দেশের ন্যায় অনুষ্ঠিত পরিক্ষায় প্রশ্ন ফাঁসের গুজব সহ সকল অনিয়মের বিষয়ে কড়াকড়ি আরোপ হওয়ায় পরিক্ষা সুষ্ট হবে বলে ধারণা করছে সচেতন মহল।
কেন্দ্র গুলো হচ্ছে বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদয়্যালয়,আটপাড়া ডিগ্রি কলেজ, তেলিগাতী সরকারি ডিগ্রি কলেজ, তেলিগাতী বৈদ্যনাথ হরেকৃষ্ণ একাডেমি, ও আটপাড়া শহিদ স্বরনিকা বালিকা উচ্চ বিদ্যালয়।
কেন্দ্র ঘুরতে গেলে বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চবিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত কেন্দ্র সচিব নিলুফার নাসরিন জানান, পরিক্ষা গ্রহনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী কাল সকল পরিক্ষার্থী সকাল ৯ঃ৩০কেন্দ্রে প্রবেশ হবে। ১০টায় পরিক্ষা শুরু হবে।