নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের সদস্য মো. লিটন খানকে জড়িয়ে অপ-প্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ মার্চ) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিটন খান তার লিখিত বক্তব্যে বলেন, আমার নেতা কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ভাইয়ের নাম ভাঙ্গিয়ে সরকারী নদী দখলসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছি এমন নিউজ করেছে একটি কুচক্রী মহল। তারা আরও লিখেছে আমার যন্ত্রনায় জেলে, কৃষক, দিনমজুরসহ অতিষ্ঠ হয়ে পড়েছে কাকৈরগড়া ইউনিয়নের মানুষ। এছাড়া আমাকে জড়িয়ে বীজ ও কীটনাশক বিক্রিতে প্রতারনা করেছি এমন তথ্য প্রকাশ করে।
তিনি আরও বলেন, গত ৫ এপ্রিল স্থানীয় প্রিন্ট ও নিউজ পোর্টালে যে সংবাদ প্রকাশ করানো হয়েছে যা কিনা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। যাহা বাস্তবতার সাথে কোন প্রকার মিল নাই। আমার বাড়ি কাকৈরগড়া ইউনিয়নের গন্ডাবের এলাকায়। আপনারা আমার এলাকায় খোজ নিয়ে দেখেন যে, আমি এসব কাজ করি কিনা? মুলত এলাকায় আমি নিষ্টার সাথে ব্যাবসা বাণিজ্য করে থাকি এবং আমার নেতা জনাব কায়সার কামাল সাহেবের নির্দেশে সুস্থ ধারার রাজনীতি টা করে থাকি। তাই ওই এলাকার আলী সোবহানের ছেলে কথিত সাংবাদিক শেখ মামুনুর রশীদ অন্য সাংবাদিকদের কাছে অসত্য তথ্য সরবরাহ করিয়া আমার বিরুদ্ধে এইসব মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে।
আপনারা আরো খোজ নিয়ে দেখেন যে আলী সোহবান ও তার ছেলে সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে এলাকার জনগনের কাছ থেকে নানা ভাবে চাঁদাবাজি করে আসছে। এবং আমি ওদের বিরুদ্ধে গিয়েছি দেখেই আমার নামে এই মিথ্যা ও অসত্য সংবাদ প্রকাশ করিয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি তাদের নামে আমার মানহানীর অভিযোগ এনে দুর্গাপুর থানায় একটি সাধারণ ডাইরি করেছি তিনি তার বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন।
এ সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মীর মুক্তাদীর, ইউনিয়ন যুবদলের আহবায়ক ইয়াহিয়া খান পিন্টু, ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক মীর আরাফাত, যুবদল সদস্য মো. মাজহারুল ফকির, ইউনিয়ন স্বেচ্চাসেবক দলের যুগ্ন-আহবায়ক মানিক মিয়া, বিএনপি কর্মী মো. সিরাজুল ইসলাম, মো. আলম, মো. ইউসুফ, আলম মিয়া প্রমুখ।