টাঙ্গাইল প্রতিনিধিঃ
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ছাত্রদল। ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল, মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন নাগরপুর উপজেলা ছাত্রদল। বিক্ষোভকারীরা নানা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন।
শান্তিপূর্ণ এ কর্মসূচি সোমবার ৮মার্চ সকালে নাগরপুর সরকারি কলেজ গেটে মানববন্ধন করেছে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নাগরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি মীর খালিদ মাহবুব রাসেল ও মো. মনির হোসেন, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মো. মনির মিয়া, বলেন দলীয় ভাবে সারাদেশে আমরা ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ রাস্তায় নেমেছি। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা
চালাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।
শিশু, নারী ও নিরীহ মানুষদের উপর ইসরায়েলি হামলা মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেলো সেই মানবতা, কোথায় গেলো নৈতিকতা? আমরা নির্যাতিত মুসলিমদের পক্ষ নিয়ে যুদ্ধ করে না পারলেও আমরা ইসরায়েলের পণ্য বর্জন করে তাদের পাশে দাঁড়াতে পারি। বক্তরা আরও বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি জনগণ ক্ষুব্ধ ও ব্যথিত।