ববি প্রতিনিধি:
তামজিদ নয় মাসের গর্ভাবস্থায় স্ট্রোকে মৃত্যু বরণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী হাসপি ইসলাম মনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রয়। হাসপি ইসলাম মনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বরগুনা জেলায়। তিনি বরগুনা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও বরগুনা সরকারি মহিলা কলেজ থেকে মাধ্যমিক পাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রয় বলেন, ‘হাসপি ইসলাম সোমবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে স্ট্রোক করে হাসপাতালে মারা যান। তিনি নয় মাসের গর্ভবতী ছিলেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রাথমিকভাবে এসব তথ্য জানা গেছে। আমরা বাংলা বিভাগ থেকে তার রুহের মাগফিরাত কামনা করছি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিন শোক বার্তায় জানান,’হাসপি মৃত্যুতে আমরা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।আমি মরহুমার রুহের মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।মহান আল্লাহ্ তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন।
বিশ্ববিদ্যালয় বাংলা সংসদের সহ-সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম রাসেল ফেসবুক পোস্টে জানান,ঈদ শুভেচ্ছা বিনিময় করে এইতো সেদিন নক করি এবং আগামী ১৭ তারিখ বাংলা বিভাগে বাংলা সংসদ নির্বাচনে আমি আর ইউসুফের জন্য আপুর কাছে ভোটও চেয়েছিলাম।
আমাকে দেখলেই দূর থেকে জিজ্ঞেস করতো রাসেল কি খবর, কেমন আছো? আমার এক ব্যাচ সিনিয়র হলেও আপুর সাথে আমার আন্তরিক সম্পর্ক ছিল। আল্লাহ তায়ালা আপুকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করুক। আপুর অকাল মৃত্যু মানতে পারছি না; খুবই খারাপ লাগল।’