জেলা প্রতিনিধি
নড়াইল গাজায় নির্বিচারে মুসলমানদেরকে গণহত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিলটি নড়াইল পুরাতন বাস টার্মিনাল মুক্ত মঞ্চ এলাকা থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে শেষ হয়।
এ সময় বক্তব্য দেন জেলা শিবিরের সাহিত্যে সম্পাদক আবুল কালাম আজাদ, শিবিরের নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি আল শাহরিয়া আমিন, গণ অধিকার পরিষদের সভাপতি ইমাম হাসান সেলিম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মখ্যপাত্র নুসরাত জাহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মো. নওয়াব মোল্যা প্রমুখ।
শিবিরের নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি আল শাহরিয়া আমিন বিশ্বের সকল মুসলমানদের এক হওয়ার আহবান এবং ইজরায়েলের সকল পন্য বর্জনের আহবান জানান। মানবাধিকার সংগঠন গুলোকে সঠিক তথ্য গুলো মিডিয়ার সামনে তুলে ধরার জন্য দাবি জানান।