গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঝালকাঠিতে সকল ইসরাইলি পন্য ও তাদের মাল-বাহী গাড়ি ঝালকাঠিতে প্রবেশ নিষিদ্ধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে ঝালকাঠি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেইসবুক পেইজে এ ঘোষণা দেন।
তারা পোস্টে লিখেছেন, আজ থেকে ঝালকাঠিতে সকল ইসরায়লী পন্য ও তাদের মাল-বাহী গাড়ি ঢুকানো নিষিদ্ধ করা হলো। এমন অবস্থায় পাওয়া গেলে যথাসাধ্য ব্যবস্থা নেওয়া হবে!
ঝালকাঠি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রাইয়ান বিন কামাল বলেন,ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে। তাদের আগ্রাসনের বিরুদ্ধে ঝালকাঠিতে সকল ইসরাইলি পন্য নিষিদ্ধ করা হয়েছে।