কে. এম. সাখাওয়াত হোসেন: ভেষজ ওযুধ খাইয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগে কথিত কবিবাজ আনোয়ার হোসেনকে (৪১) গেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
ভুক্তভোগী গৃহবধূ অভিযুক্তের বাড়িতে স্বামীকে নিয়ে ভাড়া থাকেন এবং তার স্বামী পারলা এলাকায় গাড়ী সিট (বসার আসন) মেরামত ও বাঁধায়ের কাজ করেন।
অভিযুক্ত আনোয়ার হোসেন নেত্রকোনা পৌরশহরে পারলা এলাকার হাজী মোহাম্মদ আকরাম হোসেনের ছেলে। তিনি নিজ বাড়িতে কবিরাজি (ভেষজ চিকিৎসা) করেন।
সোমবার (৭ এপ্রিল) দুপুরের দিকে গ্রেফতারকৃত আনোয়ারকে আদালতে প্রেরণ করে পুলিশ। আগের দিন গত রবিবার সন্ধ্যার দিকে কথিত কবিরাজকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গৃহবধূ কবিরাজের বাড়িতের ভাড়া থাকার সুবাধে গত ২৩ মার্চ ভুক্তভোগীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে বেলা ১১টার দিকে চিকিৎসার কথা বলে গৃহবধূকে পানি পান করান। এরপর গৃহবধূর মাঝে ঘুম ঘুম ভাব চলে আসে। এই সুযোগে ভুক্তভোগীকে ধর্ষণ করেন কবিরাজ। একই ধারাবাহিকতায় ২৪ ও ২৫ মার্চ পরপর আরো দুদিন গৃহবধূকে ধর্ষণ করেন অভিযুক্ত আনোয়ার।
এর কয়েকদিন পর গৃহবধূর শারিরীক অবস্থা অবনতি হলে নেত্রকোনার সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। সুস্থ হওয়া পর গত ৪ এপ্রিল অসুস্থতার কারণ জানতে চাইলে ভুক্তভোগী তার স্বামীকে ঘটনা খুলে বলেন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, গত রবিবার (৬ এপ্রিল) থানায় অভিযোগ দায়ের করার পর ওইদিন সন্ধ্যায় কথিত কবিরাজ আনোয়ারকে গ্রেফতার করা হয়। আজ (সোমবার) দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।