কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বড়খাপন ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আওলাদুল ইসলাম লিটনের পদ স্থগিত ঘোষনা করা হয়েছে।
একই সাথে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা এবং নৈতিক অবক্ষয় জনিত অভিযোগের প্রেক্ষিতে আওলাদুল ইসলাম লিটনের দলীয় পদ অর্থাৎ ইউনিয়ন বিএনপি’র সভাপতির পদ হতে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়।
রবিবার (৬ এপ্রিল) কলমাকান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক এম এ খায়েরে স্বাক্ষরিত পত্র হতে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে এম এ খায়েরে সাথে কথা হলে তিনি জানান, প্রায়ই আওলাদুল ইসলাম লিটনের বিরুদ্ধে লিখিত ও মৌখিক অনেক অভিযোগ জমা পড়ছে। এমনকি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সাল কামালের কাছেও অনেকেই মৌখিকভাবে অভিযোগ করছেন।
তাই বড়খাপন ইউনিয়ন বিএনপি’র সভাপতির পদ স্থগিত ঘোষনা এবং আওলাদুল ইসলাম লিটনকে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আজ (রবিবার) হতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানান এম এ খায়ের।