ফজলুল করিম আঙ্গুর , আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নেত্রকোনা, -৩ (আটপাড়া-কেন্দুয়া) নির্বাচনী এলাকা ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম সিআইপির উদ্যোগে নেত্রকোণার আটপাড়ার অভয়পাশায় ইফতার ও দোয়া মাহফিল বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল কবীর, কৃষকদলের সভাপতি লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন নিক্সন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুর্শেদ হাবিব ভুঁইয়া জুয়েল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমীর খসরু স্বপন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান (লিটন) , উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ কামরুল ইসলাম, স্বরমুশিয়া ইউনিয়নের সাবেক সভাপতি ইসলাম উদ্দিন, সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। (লিটন) । সভাপতিত্ব করেন ইউনিয়নের সাবেক সভাপতি মুখলেসুর রহমান পরশ, সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান রিপন, এতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।