আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ
রমজানের পবিত্রতায় সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে জুলাই অভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহত যোদ্ধাদের সাথে নতুন বাংলাদেশের মঙ্গল কামনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারাগঞ্জ উপজেলার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২৮ মার্চ) উপজেলা মডেল মসজিদের হলরুমে তারাগঞ্জ উপজেলা ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিন্নাতুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারাগঞ্জ উপজেলা আমীর মাওলানা এস এম আলমগীর হোসেন, ইসলামী আন্দোলন তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আশরাফ আলী, ২ নং কুর্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, তারাগঞ্জ উপজেলা ছাত্রদল সভাপতি মহিউদ্দিন কাজল, শিল্পপতি একরামুল হক, বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি আরিফ শেখ, পেশাজীবী সংগঠক ও শিক্ষক নেতা আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম মুন্না, জহুরুল ইসলাম ,জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ও সহযোগিতা করা ছাত্র, শিক্ষক, জনতা প্রমুখ । ছাত্র সমন্বয়করা জানান, এই মাহফিল শুধু ইফতার আয়োজন নয়, বরং একটি ঐক্যের বার্তা।
সবাই মিলেমিশে কিভাবে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ গঠন করা যায়, সে বিষয়ে আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি । ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারাগঞ্জ উপজেলার নেতারা তাদের বক্তব্যে জানান, “যেমন ভাবে আমরা হাতে-হাত রেখে কাঁধে-কাঁধ মিলিয়ে স্বৈরাচার পতন করেছি, তেমনি আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো৷ একইসাথে সকল রাজনৈতিক সংগঠককে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জারি রাখার আহ্বান জানানো হয়। এছাড়াও জুলাই-আগস্টের মতো তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সবাইকে এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানানো হয়।”