দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –
আজও চলছে পবিত্র ঈদুল ফিতরের ছুটি। কারও ছুটি আগামীকাল আবার কারও ছুটি শেষ হবে আজই। ফলে ঈদুল ফিতরের ছুটিতে স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামে ফিরে ছিলেন যারা এবার জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তবে বাড়তি ভাড়া ও গাড়ির বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাত্রীদের।
ভাড়া নিয়ে দরকষাকষিতে ঘটছে বাকবিতণ্ডার ঘটনাও। যাত্রীরা বলছেন, আগের চেয়ে বেশি ভাড়া নিচ্ছে। প্রশাসনে উপস্থিতি দেখলে সটকে যাচ্ছে সিএনজি চালকেরা। এতে গাড়ি পেতেও কষ্ট হচ্ছে তাদের। এদিকে যাত্রীদের থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় শুক্রবার (৪ এপ্রিল) সকালে বাস ও সিএনজি স্টেশনগুলোতে মনিটরিং এ নেমেছন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর।
সরেজমিনে দেখা গেছে, দুর্গাপুর পৌর শহরের বাস টিকিট কাউন্টারগুলোতে মানুষের ভিড়। অপরদিকে ময়মনসিংহগামী লোকাল বাস ও সিএনজি স্টেশনে সকাল থেকে মানুষের চাপ বাড়তে থাকে। ঈদের ছুটিতে ঘরমুখী হওয়া মানুষ নিজ নিজ কর্মস্থল বেশির ভাগেরই গন্তব্য রাজধানী ঢাকা।
এ নিয়ে ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, কোনো যাত্রীদের থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় না করা এ বিষয়ে আমরা সব সময় মনিটরিং এ থাকবো। যদি অতিরিক্ত ভাড়া নেওয়া হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।