নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) বিকাল ৪ টায় চিরাম তাহেরা মান্নান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বারহাট্টা থেকে চিরাম প্রায় নয় কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে চিরাম ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের ব্যানারে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন করেন এলাকাবাসী।
এতে সাইফুর রহমান মান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন, চিরাম ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ তানজিল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুম আহমেদ, আনন্দ মোহনের শিক্ষার্থী সোয়াইব আহমদ প্রমুখ।
এলাকাবাসী ও জেলার সড়ক বিভাগ সূত্রে জানা যায়, বারহাট্টা উপজেলা সদর থেকে চিরাম পর্যন্ত নয় কি.মি. সড়কটি স্থানে স্থানে খানাখন্দ হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি সংস্কারের পর কিছুদিন যেতে না যেতেই বিভিন্ন জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়। এর ফলে এলাকায় যাতায়াতের সময় প্রায়শই ঘটছে দুর্ঘটনা। গত একবছরে প্রায় অর্ধশত যাত্রী এই রাস্তায় বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছেন বলে মানবন্ধনের বক্তারা জানান।
মানববন্ধনে সড়কটির দ্রুত সংস্কারের দাবী জানিয়ে বক্তারা আরো বলেন, সারাদেশের বিভিন্ন অঞ্চল যখন উন্নয়নের শীর্ষে অবস্থান করছে, ঠিক তখনও আমরা ভাঙ্গা রাস্তা মেরামতের জন্য আন্দোলন করছি। ব্যাপরটি খুবই দুঃখজনক। আমরা এই মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে রাস্তাটি মেরামতে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবী এই মানববন্ধনে জোরারো দাবি করা হয়।