মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী গ্রামের শ্রী বিশ্বনাথ (৮২) নামের এক বীর মুক্তিযোদ্ধা ৩ এপ্রিল বৃহস্পতিবার ভোর ৫ টায় বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন । সে মৃত ঐ গ্রামের কেদারনাথ বর্মণের পুত্র।
তার শেষকৃত্যে ঐদিন সকাল ১১টায় নিজ বাসভবনের সামনে পাঁচবিবি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন, ধরঞ্জী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, স্থানী ইউপি সদস্য আমজাদ হোসেন সহ মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিরা।
পরে তাকে নিজস্ব ধর্মীয় রীতি অনুযায়ী দাহ কাজ সম্পূর্ণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা শ্রী বিশ্বনাথ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ৭ নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন বলে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান।
মৃত্যুকালে ৪ ছেলে ৩ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।