নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা, ইফতার ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) দুর্গাপুর পৌর শহরের শহীদ মিনার চত্ত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। দীর্ঘদিন পর এতো বড় পরিসরে আয়োজিত বিএনপির এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে স্থানীয় নেতা-কর্মীরা একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময় করেন। সেইসাথে দেশ ও জাতির কল্যাণ এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের সব সময় জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তাই আমরা সবসময় জনগনের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতা করবো।
এ আয়োজনে দুর্গাপুর উপজেলা, পৌর এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।