ঝালকাঠির নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০১৫ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিদ্যালয়ে এ আয়োজন করা হয়। এতে ব্যাচের প্রায় সকল শিক্ষার্থী অংশগ্রহণ করে। সবার অংশগ্রহণ এবং বন্ধুদের নিয়ে স্মৃতিচারণা করে এক আনন্দঘন সময় কাটান তারা। দীর্ঘদিন পর কৈশোরের বন্ধুদের কাছে পেয়ে খুশিতে মেতে ওঠে সবাই।
ইফতার আয়োজনে ঈদের ছুটিতে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বন্ধুরা একত্রিত হতে পেরে ১০ বছর আগের সেই দিনগুলোতে ফিরে যান তারা।