কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর হতে ২৪ বোতল ভারতীয় মদ করেছে বর্ডার গার্ড বাংলাদশে (বিজিবি)। তবে এ অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
দুর্গাপুর সদর ইউনিয়নের ফান্দা নামক এলাকা থেকে রয়েল চ্যালেঞ্জ ও আইস ভটকা ব্র্যান্ডের ভারতীয় মদের বোতলগুলো জব্দ করা হয়।
শনিবার (২৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান, ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান।
৩১ বিজিবি’র অধিনায়ক জানান, আজ (শনিবার) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ বারমারী বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬২ এমপি হতে আনুমানিক চারশো গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর সদর ইউনিয়নের ফান্দা নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে রয়েল চ্যালেঞ্জ ও আইস ভদকা এই ব্র্যান্ডের ভারতীয় ২৪ বোতল মদ জব্দ করতে সক্ষম হয় টহল দলটি। জব্দকৃত এসব মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা করা হবে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।