কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা হতে ভারতীয় মদের বোতলসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদশে (বিজিবি।) তাদের কাছ থেকে পাঁচ বোতল মদ ও একটি মোটরসাইকের জব্দ করে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) সদস্যরা।
শনিবার (২৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান।
তবে এ প্রেস বিজ্ঞপ্তিতে আটককৃত তিন জনের নাম ও পরিচয় জানানো হয়নি।
৩১ বিজিবি’র অধিনায়ক জানান, গত ২৮ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ কচুগড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৭৮ এমপি হতে আনুমানিক ছয়শো গজ বাংলাদেশের অভ্যন্তরে খারনৈই ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে পাঁচ বোতল এসি-ব্ল্যাক ব্র্যান্ডের ভারতীয় মদের বোতলসহ তিন জনকে আটক করতে সক্ষম হয় টহল দলটি। আটককৃত তিন জনকে নেত্রকোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।