নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাউদপাড়া উন্নয়ন সমাজকল্যাণ সমিতির উদ্যোগে ১৫০ জন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) দুপুরে এই কর্মসূচি সাউদপাড়া উন্নয়ন সমাজকল্যাণ সমিতির নেতৃত্বে সাউদপাড়ায় অনুষ্ঠিত হয়।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে চাল, সেমাই, আলুসহ ঈদ উপলক্ষে প্রয়োজনীয় অন্যান্য উপকরণ ছিলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান। তিনি বলেন, “এই ধরনের উদ্যোগ সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর একটি অনন্য উদাহরণ। আমরা যদি সবাই এভাবে একত্রে কাজ করি, তাহলে সমাজে দারিদ্র্যের কষাঘাত কিছুটা হলেও কমবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহমেদ খোকন, এবং সাবেক কাউন্সিলর আনিছুর রহমান রতন। তাদের বক্তব্যে মানবিক উদ্যোগগুলোকে আরও বিস্তৃত করার আহবান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. আসাদুজ্জামান খান খোকা, সাউদপাড়া উন্নয়ন সমাজকল্যাণ সমিতির সভাপতি মো. মুকুল মিয়া এবং সাধারণ সম্পাদক সাব্বির আলম তালুকদার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পালা নাট্যকার, লোকসাহিত্য সংগ্রাহক ও সাংবাদিক রাখাল বিশ্বাস।
এ আয়োজনের মাধ্যমে কেন্দুয়া উপজেলার অসহায় ও হতদরিদ্র মানুষরা ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পারার সুযোগ পেয়েছে। বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাই এ উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে অভিহিত করেছেন এবং ভবিষ্যতে এমন আরও উদ্যোগ নেওয়ার জন্য আহবান জানিয়েছেন।