নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) মাতৃসদন ও হাসপাতালে প্রসুতি ও প্রবীণ রোগীদের সুবিধার্থে চালু হয়েছে লিফট সেবা।
শনিবার (২৯ মার্চ) ডিএসকের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ এ লিফটের উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে, সিপিবি উপজেলা কমিটির সম্পাদক রুপন কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা আ. খালেক, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক জুয়েল রানা, নুরে আলম, আদিবাসী ইউনিয়নের জেলা কমিটির সভাপতি নিরন্তর বনোয়ারী, হাসপাতাল ব্যাবস্থাপক ধ্রুব সরকার, মেডিকেল অফিসার ডা. কৃপা দেবদাশ, ডা. ইমরান কাদের রুবেল সহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ বলেন, প্রসুতি রোগী ও প্রবীণ রোগীদের কথা মাথায় রেখে চারতলা হাসপাতালে লিফট চালুর ব্যবস্থা করেছি। প্রবীণ, প্রতিবন্ধী এবং গুরুতর অসুস্থ রোগীরা যেনো সহজেই হাসপাতালের সেবা নিতে দ্রুত বিভিন্ন তলায় পৌছতে পারে। সামনে অত্যাধুনিক এক্সরে মেশিন স্থাপন করা হবে।