নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংগঠিত ঐতিহাসিক বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হন নেত্রকোনা কলমাকান্দার চার সাহসী সন্তান। তারা হলেন- আহাদুন, আব্দুল আল মামুন, সোহাগ মিয়া এবং মেহেদী হাসান।
তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাঁদের পরিবারের প্রতি দায়িত্ববোধ থেকে ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
“আমরা তোমাদের ভুলব না” এই প্রতিশ্রুতি নিয়ে ফাউন্ডেশন ঈদের উপহার সামগ্রী পৌঁছে দেয় শহিদ পরিবারের হাতে। উপহারের প্যাকেটে ছিল খাদ্যসামগ্রী, ঈদের প্রয়োজনীয় পণ্য এবং ভালোবাসার বার্তা।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো শুধু দান বা উপহারের বিষয় নয়। এটি তাঁদের প্রতি দায়িত্ববোধের অংশ। তাঁদের আত্মত্যাগকে স্মরণ করিয়ে দিতে এবং সমাজের বৈষম্যহীনতার স্বপ্নকে বুকে লালন করতেই এই ক্ষুদ্র প্রয়াস।
শনিবার (২৯ মার্চ) কলমাকান্দা উপজেলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিঠিসহ ঈদের উপহার সামগ্রী পৌঁছে দেন- জিয়াউর রহমান ফাউন্ডেশন।
উপহার গ্রহণকারী এক শহীদ পরিবারের সদস্য বলেন, “ফাউন্ডেশনের এই উদ্যোগ আমাদের বুঝাই যে, আমাদের প্রিয়জনদের আত্মত্যাগ বৃথা যায়নি। এই সহযোগিতা আমাদের সাহস দেয়, মর্যাদার সঙ্গে সামনে এগিয়ে যেতে।”
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বাস করে, শহীদদের আত্মত্যাগ এবং এই মানবিক উদ্যোগ নতুন প্রজন্মকে বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে এবং ভালোবাসা, সাম্য ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে অনুপ্রাণিত করবে।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জিয়া রহমান ফাউন্ডেশনের সদস্য ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সোহেল, নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক বজলুর রহমান পাঠান, উপজেলা বিএনপির আহবায়ক এমএ খায়ের, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীসহ উপজেলার বিএনপ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।