আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত ওই অনুষ্ঠানে আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইসলামী আন্দোলন তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আশরাফ আলীর সভাপতিত্বে উপজেলার মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব এ.টি.এম গোলাম মোস্তফা বাবু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন রংপুর জেলা সেক্রেটারী মুহাম্মদ মাহমুদুর রহমান রিপন সরকার, শ্রমিক আন্দোলন রংপুর জেলা সভাপতি মুহাম্মদ একরামুল হক, ইসলামী যুব আন্দোলন রংপুর জেলা সভাপতি মুহাম্মদ তাহমিদুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন রংপুর জেলা সভাপতি মুহাম্মদ আলিম আল আসিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী হাফেজ মাওলানা আখতারুজ্জামান (তারাগঞ্জী)। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারাগঞ্জ উপজেলা আমীর মাওলানা এস এম আলমগীর হোসেন , খেলাফত মজলিসের সভাপতি মুফতি মাওলানা আশরাফ, তারাগঞ্জ ও/এ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুস সালাম, শিল্পপতি একরাম হক, অধ্যাপক সাদেকুল ইসলাম, বিএনপি নেতা আবুল বাশার, বিভিন্ন দ্বিনি প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র সমন্বয়ক, গণমাধ্যম কর্মী প্রমুখ ।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment