টাঙ্গাইল প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ২০২৫ পালিত হয়েছে। বুধবার(২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ দিন প্রত্যুষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্মারক ৭১ এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা চত্বরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আনসার ব্যাটেলিয়ন ও স্কাউট সদস্যরা মার্চ পাস্টে অংশ নেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, নাগরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, ডিজিএম নাগরপুর পল্লী বিদ্যুৎ অফিসার, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সিনিয়র সহ সভাপতি আহাম্মদ আলী রানা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হবি প্রমুখ।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment