কে. এম. সাখাওয়াত হোসেন: ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও দেশীয় দোসর দের দ্বারা ২৫ মার্চ রাতে সংগঠিত গণহত্যায় শহীদদের স্মরণে আলোক প্রজ্জ্বলন ও আলোর মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোনা জেলা শাখা।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় নেত্রকোনা পৌরশহরে সাতপাই কালিবাড়িস্থ জেলা কার্যালয় থেকে আলোর মিছিল শুরু হয় এবং নেত্রকোনা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের এসে শেষ। পরে অপরাপর সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে একত্রে আলোক প্রজ্জ্বলন করে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের নেতৃবৃন্দসহ অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সমাবেশে জেলা ছাত্র ইউনিয়নে সভাপতি আহাম্মেদ তানভীর মোকাম্মেল ২৫ মার্চ গণহত্যায় জড়িত সকলের বিচার এবং এই দিবসটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতির দাবি জানান।