নেত্রকোনার আটপাড়া উপজেলা সদরের সেতুরবাজার এলাকার মো. জিয়া আহমেদের গোডাউন এবং পার্শ্ববর্তী ব্রুজের বাজার এলাকার মো. এরশাদ মিয়ার ভাঙ্গারির দোকানে মঙ্গলবার ও সোমবার সন্ধ্যায় সেনা বাহিনীর মেজর মো. মীর তৈয়বুর রহমানের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে ৭৫ বস্তা সরকারি টিসিবির চালসহ ২ জনকে আটক করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৬৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মো. মীর তৈয়বুর রহমানের নেতৃত্বে সেনা বাহিনীর একটি টিম মঙ্গলবার সকালে আটপাড়া উপজেলা সদরের সেতুর বাজার এলাকার মো. জিয়া আহমেদের গোডাউনে অভিযান চালিয়ে ৫৬ বস্তা সরকারি টিসিবির চালসহ মল্লিকপুর সুনই গ্রামের মো. জিয়া আহমেদকে আটক করেন।
একই অভিযানিক দল সোমবার সন্ধ্যায় উপজেলার ব্রুজের বাজার এলাকার মো. এরশাদ মিয়ার ভাঙ্গারির দোকানে পৃথক অভিযান পরিচালনা করে ১৯ বস্তা টিসিবির সরকারি চালসহ স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের তাওহিদুল ইসলামকে আটক করে।
উদ্ধারকৃত চালসহ আটককৃতদের আটপাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা জানান, অভিযান সম্পর্কে আমি অবগত আছি। জব্দকৃত চাল থানায় হস্তান্তর করা হয়েছে। থানা থেকে মামলার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, আটকৃত চাল ও ব্যক্তিদ্বয় থানার হেফাজতে আছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে চাল কিভাবে দোকানে এবং গোডাউনে এসেছে তা জানা যাবে জিজ্ঞাসাবাদের পর।