তালতলী,বরগুনা প্রতিনিধি:
বরগুনার তালতলী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে তালতলী উপজেলা বিএনপির আয়োজনে তালতলী মডেল মসজিদের কনফারেন্স রুমে ওই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তালতলী উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের তালতলা উপজেলা শাখার সভাপতি আফজাল হোসাইন, কেন্দ্রীয় ছাত্রদলে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আকন মামুন উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মো. রুবেল, মো. মিজানসহ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মোঃ বাচ্ছু মিয়া, গাজী মহিবুল্লাহ, জলিল শরীফ প্রমুখ।