মোঃনাজমুল হাসান (অপু)। তালতলী,বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা জেলার তালতলী উপজেলাতে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ২ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার ছোট বগি ইউনিয়নের চরপাড়া এলাকায় সাবেক ইউপি সদস্য জাকির শরিফের পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ২ লাখ টাকার মাছ মরে ভেসে ওঠে।
সন্ধ্যায় কয়েকজন লোক পুকুরের আশপাশে ঘোরাঘুরি করেছে বলে জানান জাকির শরিফের স্ত্রী লাইলি বেগম। এর কিছুক্ষণ পরেই তিনি পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখেন। প্রথমে আমরা গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও সকালে পুকুরের পাড়ে একটি বিষের বোতল পড়ে থাকতে দেখি।
পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় মৃত মাছগুলো নিয়ে দেখানো হয়েছে তবে অভিযোগ দায়ের করেননি বলে জানান তিনি। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন,এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।