দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

পটুয়াখালী জেলার দুমকি উপজেলা শাখা কর্তৃক বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের ইফতার মহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (২৫ মার্চ)  বিকাল ৪ টায় দুমকি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ দুমকি উপজেলা শাখার সভাপতি মাও: মো: আলতাফ হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও:  মো: আবুল বাশার এর  সঞ্চালনায় ইফতার মহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার  আবুজর মো: ইজাজুল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাও: মো: ফারুক ই আজম, বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত  ছিলেন পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মাও: মো: আবদুদ দাইয়ান, দুমকি উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাও: মো: জালাল আহমদ খান।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ দুমকি উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও দুমকি উপজেলা বিভিন্ন মাদরাসার শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা কুরআনের বিভিন্ন আয়াত ও রমজানের করণীয় ও ফজিলত নিয়ে বিস্তারিত আলোচনা পাশাপাশি বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা ও নির্যাতনের বিরুদ্ধে বক্তব্য প্রদান করেন।

পাশাপাশি দ্রুত ফিলিস্তিনদের স্বাধীনতা  ও মুসলিম বিশ্বের শান্তি কামনা করেন।  শয়তানের ধোঁকা থেকে বেচে থাকার আহ্বান জানিয়ে  প্রধান বক্তা মাও: মো: ফারুক ই আজম বলেন, “শিক্ষকদের বিভিন্ন ন্যায্য দাবি আদায়ে  ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগঠনের কার্যক্রম বাস্তবায়নের দ্রুত প্রতিটি মাদরাসায় বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের কমিটি গঠন করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version