গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মা-বাবা ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা। মঙ্গলবার (২৫ মার্চ,) রাতে উপজেলার কামদিয়া ইউপির বইল গ্রামের রাজাবিরাট রোডের তিনমাথা মোড়ে ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষার্থী সোহেদ সরকার চকমানিকপুর আমিনিয়া কামিল মাদ্রাসার ১০ শ্রেণির শিক্ষার্থী ও বইল গ্রামের সাইদুল সরকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কোন্দলে পরিবারের সদস্যদের ওপর অভিমান করে রাতে নিজ গ্রামের পাশেই তিনমাথা মোড়ে একটি গাছে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।