নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে আইডিইবি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) নেত্রকোনা জেলা শাখা এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
নেত্রকোণা আইডিইবি’র সভাপতি এস এম মুসার সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাদেক খান দীপের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোণা আইডিইবি’র সাবেক সভাপতি নেত্রকোণা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ বাবু রতন কুমার পন্ডিত, নেত্রকোণা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল কবীর, নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ, নেত্রকোণা পৌরসভার সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম, শেখ জামাল উদ্দিন আবীর, নেত্রকোণা আইডিইবি’র সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক ও সহ-সভাপতি বাবু সুব্রত বনিক প্রমূখ।
দোয়া মাহফিলে দেশবাসীর সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইন্জিনিয়ার আলহাজ এ বি মোহাম্মদ আলী।