গাইবান্ধার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দিঘিতে অসহায় মানুষের মাঝে ছামিউলের পক্ষে থেকে ঈদ উপহার দেওয়া হয়েছে। সোমবার (২৪) মার্চ সন্ধ্যায় সুবিধাবঞ্চিত অসহায় গরীব, বাকপ্রতিবন্ধীর মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ করা হয়। ছামিউল বাসিরের সার্বিক সহযোগিতায় অসহায় মানুষের হাতে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।
উপহার পাওয়ার পর একজন বললো তারা বলে এবারের ঈদে এখন পর্যন্ত কেউ তাদের কিছুই কিনে দেয় নাই। আজকে এই উপহার পেয়ে অনেক ভালো লাগছে। এ সময় আতিকুর বলেন, আমাদের সমাজে এক শ্রেণীর সুবিধাবঞ্চিত গরীর আছে যারা সব সময় অবহেলিত, তাদের জন্য ছামিউল এর পক্ষ থেকে ঈদ উপহার তাদের হাতে পৌছে দেন। ভবিষ্যতেও যেন এই ধারা যেন অব্যাহত রাখতে পারি।
এটাই আমাদের প্রত্যাশা, সেই দোয়া আপনারা আমাদের জন্য করবেন। ছামিউল বাসির বলেন, ঈদের আনন্দ সবার জন্য। ঈদ উপলক্ষে সমাজের অসহায় ও দরিদ্র পরিবারের সন্তানদের মাঝে নতুন পোষাক বিতরণ করা একটি অন্যরকম আনন্দ। আমরা সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। এজন্য অসহায় গরীব মানুষদের মাঝে নতুন পোষাক বিতরণের আয়োজন। আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আমরা যেনো প্রতি বছর এ ধারাবাহিকতা বজায় রাখতে পারি।