নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সুমন মিয়া (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালের দিকে ময়না তদন্তের জন্য মৃতদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
এরআগে গত সোমবার (২৪মার্চ) সন্ধ্যায় উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত সুমন একই গ্রামের রফিক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন মিয়া মানসিক প্রতিবন্ধী ছিল। গত সোমবার সন্ধ্যায় সুমনকে একা বাসায় রেখে তার বাবা রফিক মিয়া ধান খেতে পানি দেওয়ার জন্য বের হন। খেতে পানি দেওয়া শেষে বাসায় ফিরে দেখেন তাঁর ছেলের নিথর দেহ ঘরের আড়ার সাথে ঝুলছে আছে। তা দেখে ডাক চিৎকার শুরু করলে আশপাশের প্রতিবেশী ছুটে আসেন। পরে পুলিশর দেওয়া হলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।