বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস, জাতীয় দিবস এবং গণহত্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) প্রশাসন। মঙ্গলবার(২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণহত্যায় নিহত এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি অনুষ্ঠিত হবে। ২৫শে মার্চ রাতে ১মিনিট ক্যাম্পাসে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে। মাহে রমজানের পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ২৬ শে মার্চ সকাল ১০টায় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, বেলুন উড়ানো, স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্থাপিত ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।
বাদ যোহর দোয়া ও মোনাজাত সহ নানা কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উক্ত কর্মসূচি উপলক্ষে সকাল ৮টা ৩০ মিনিটে কুষ্টিয়া, ঝিনাইদহ এবং শৈলকুপা হতে নির্ধারিত রুটে প্রয়োজনীয় সংখ্যক বাস ক্যাম্পাসে আসবে এবং অনুষ্ঠান শেষে ক্যাম্পাস ছেড়ে যাবে।