নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের সম্মানে কুরআন উপহার প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে কেন্দুয়া উপজেলা মডেল মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামের আলোকে শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে কুরআন উপহার প্রদান করা হয়।
এছাড়াও শিক্ষার্থীদের জন্য নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সকলের অংশগ্রহণে এক আনন্দঘন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ছাত্র শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি কিরণ হোসাইন, জেলা ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি এম এইচ সরকার হিমেল, তামিরুল মিল্লাদের ছাত্র বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ এবং উপজেলা খেলাফতে ছাত্র মজলিশ নেতা আমির হামজাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা ইসলামী শিক্ষার গুরুত্ব ও মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যত গঠনে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। কুরআন উপহার ও অর্থ সহায়তা পেয়ে শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় কেন্দুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।