কে. এম. সাখাওয়াত হোসেন: মাদরাসার শিক্ষার্থীকে অপহরণ মামলার এজাহারনামীয় আসামি মো. মুজাহিদুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-১৪। সে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চেংজানা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
সোমবার (২৪ মার্চ) রাত পৌনে ৮টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান মিডিয়া অফিসার।
এরআগে একই দিন বেলা আড়াইটার দিকে মুজাহিদুল ইসলামকে চেংজানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত মুজাহিদুল ইসলাম কিশোরগঞ্জ সদর থানায় গত ১ ডিসেম্বর দায়ের করা মাদরাসার শিক্ষার্থী অপহরণ মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।