টাঙ্গাইল প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া আট গ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. শওকত হোসেন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৫ আগষ্ট শেখ হাসিনা পালানোর পর ফ্যাষ্টিস্ট সরকারের দোসরা যে জুলুম নির্যাতন ও হত্যাকান্ড সংঘটিত করেছিল এর প্রেক্ষিতে নাগরপুর থানায় দায়ের করা ৭ নং মামলার ৮৩ নম্বর ক্রমিকের আসামি ছিলেন শওকত চেয়ারম্যান। আজ ২৪ মার্চ সোমবার সকাল ১০ টায় বেকড়া ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তনের প্রেক্ষিতে গণশুনানির দিন ধার্য ছিলো।
এ বিষয় নিয়ে দীর্ঘ সময় বিজ্ঞ আদালতে মামলা চলমান ছিলো। এর প্রেক্ষিতে আজ জনমত জরিপের কথা ছিলো। জরিপের বিষয় ছিলো বেকড়া আট গ্রাম অথবা আহাম্মদ নগর নাম করনের পক্ষে বিপক্ষে জনমত যাচাই। এই জনমত জরিপ কেন্দ্রীক আজ সকাল আনুমানিক ১১ টার দিকে বাকবিতন্ডার একপর্যায়ে শওকত চেয়ারম্যান ও তার লোকজন আহাম্মেদ নগর নামকরণের পক্ষের লোকজনকে মারপিট করলে, গ্রামের জনতা ক্ষিপ্ত হয়ে শওকত চেয়ারম্যান ও তার লোকজনকে ইউনিয়ন পরিষদের ভবনে অবরুদ্ধ করে তার গাড়ি ভাঙ্গচুর করে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান, থানা পুলিশের সদস্য ও সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের আনেন। জনগণের চাপের মুখে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত পদত্যাগ পত্র জমা দেন শওকত চেয়ারম্যান। পরে ইউএনও, সেনা ও পুলিশ সদস্য তাকে হেফাজতে নিয়ে স্থান ত্যাগ করেন, এমনটাই জানিয়েছে এলাকাবাসী। তারা আরো বলেন, বিনা ভোটের চেয়ারম্যান আজ স্বেচ্ছায় ইউএনও এর কাছে পদত্যাগ করেছে। আমরা পদত্যাগ পত্র দেখেছি এবং আমাদের কাছে পদত্যাগের ছবি আছে।
শওগত চেয়ারম্যানের গ্রেফতারের বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বেকড়া আট গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১০.০৯.২০২৪ তারিখে দায়ের করা ৭ নং মামলার ৮৩ নম্বর আসামি ছিলেন। তাকে উক্ত মামলায় গ্রেফতার করা হয়েছে। পদত্যাগের বিষয়ে আমরা বলতে পারবো না। এটা প্রশাসনিক বিষয়। শওকত চেয়ারম্যানের পদত্যাগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান বলেন, বেকড়া আট গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত হোসেনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। হয়তো তিনি চাপের মুখেই হোউক আর যেভাবেই হোউক বা আত্নরক্ষায় হোউক একটি কাগজে পদত্যাগের বিষয়টি লিখেছেন, এভাবে পদত্যাগ হয় না। এটা প্রশাসনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।