দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ভোটারদের উদ্দেশে বলেছেন, ‘আগামীর বাংলাদেশে কোনও দলের নাম বা মার্কা দেখে ভোট দেবেন না। কথা ও কাজের মিল রেখে যারা কাজ করছে তাদেরই আগামীতে ভোট দেবেন। ব্যক্তিস্বার্থ ছাড়া কাজ করলেই এগিয়ে যাবে দেশ।সোমবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্বরে এক পথসভায় একথা বলেন তিনি।

পথসভায় বিগত শেখ হাসিনার সরকার প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘বাংলাদেশে ৫৩-৫৪ বছরে আমরা অনেক ধরনের সরকার দেখেছি। কিন্তু বিগত ১৬ বছরে খুনি শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে দেড় থেকে দুই হাজার জীবন কেড়ে নিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে।

তিনি বলেন, ‘এতদিন ধরে এই বাংলাদেশে নেতারা সাধারণ মানুষকে ব্যবহার করেছেন। বাংলাদেশের সিস্টেমে যে অন্যায় অত্যাচার, জুলুম, চাঁদাবাজি সিন্ডিকেট– এগুলোর বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সর্বদা প্রতিরোধ গড়ে তুলবে।সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘জনপ্রতিনিধি নির্বাচনের আগে টাকা নেবেন না। তাহলে তারা ৫ বছরে আর আপনাদের কাছে আসবেন না।’

এ সময় দলটির দেবীগঞ্জ শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। এর আগে সারজিস আলম সৈয়দপুর বিমানবন্দর থেকে শতাধিক মাইক্রোবাসের বহর নিয়ে সড়কপথে দেবীগঞ্জে পৌঁছেন। এ সময় শত শত নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় সদর উপজেলায় পৃথক পৃথক পথসভা করেন সারজিস। এরপর নিজ বাড়ি আটোয়ারী উপজেলায় ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version