গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সদর পৌর বিএনপির সদস্য সচিব মোঃ লোটাস খাঁন কে পরিবর্তন করে যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাক আহমেদ মোস্তাক কে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ আদেশ অদ্য হতে কার্যকর করা হয়েছে। ২৩ মার্চ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গাইবান্ধা পৌর শাখার আহ্বায়ক মোঃ শহীদুজ্জামান শহীদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা ও জানতে পারি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও রংপুর বিভাগের দায়িত্বে শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ)আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ)আব্দুল মালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গাইবান্ধা জেলা সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুর নবী টিটুল কে অনুলিপির মাধ্যমে জানানো হয়েছে।