রংপুর প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে সামাজিক সংগঠন “রেনেসাঁ সংসদ” ঈদ উপহার বিতরণ করেছে । আজ রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় রেনেসাঁর অস্থায়ী কার্যালয়ে সংগঠনের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে গরীব দু:স্থ ও ছিন্নমূল মানুষের জন্য ঈদ উপহার ইউনিয়ন ভিত্তিক প্রতিনিধিদের হাতে বিতরণ করা হয়েছে। ঈদ উপহার বিতরণের সময় ভার্চুয়ালি উপস্থিত ছিল সংগঠনের সমন্বয়ক প্রবাসী মোস্তাফিজুর রহমান রুবেল।
উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আহসান হাবিব খান, কুর্শা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম রেজা, রেনেসাঁ সংসদের সভাপতি ওবায়দুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ শাখার সভাপতি আরিফ শেখ, রেনেসাঁ সংসদের সহ-সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবলী নোমান নিউটন, সাংগঠনিক সম্পাদক খোকন প্রামাণিক, বুলু ক্যাবল নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর ও সাংবাদিক আর রাফি হোসেন প্রমুখ।
সংগঠনের নেতারা জানান, রেনেসাঁ সংসদের স্বেচ্ছাসেবীরা গত ৬ বছর ধরে, প্রতি বছর ২/৩ শতাধিক হত-দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার, শীত বস্ত্র, কন্যা দায়মুক্তি সহ নানান সামাজিক কর্মকান্ড করে আসছে। বাংলাদেশ প্রেস ক্লাব তারাগঞ্জ শাখার সভাপতি আরিফ শেখ জানান, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।
প্রতিবছর এমন আয়োজন হলে সমাজের অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন পরিবারের সদস্যরা কিছুটা হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারবেন। আশা করি আগামীতেও এমন উদ্যোগ অব্যাহত রাখবে রেনেসাঁ সংসদ। সামাজিক সংগঠন “রেনেসাঁ সংসদ” তারাগঞ্জের সমন্বয়ক প্রবাসী মোস্তাফিজুর রহমান রুবেল বলেন, মূলত আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত দু:স্থ ও ছিন্নমূল মানুষের মুখে এক ঝলক হাসির বিচ্ছুরণ ঘটাতেই আমাদের এই প্রয়াস।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আহসান হাবিব খান জানান, ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই অফুরন্ত ভালোবাসাময় এ উপহার। আশা করি এই উপহার সামগ্রী ওই মানুষগুলোকে ঈদের আনন্দ উপভোগ করতে সহায়তা করবে। আমি বিশ্বাস করি আমাদের দৃষ্টিভঙ্গিই সমাজের ইতিবাচক পরিবর্তন আনবে।